সাম্প্রতিক বছরসমূহের (০৩ বছর) প্রধান অর্জনসমূহ:
স্বাদুপানি কেন্দ্র হতে জাতীয় চাহিদার নিরিখে স্বাদুপানির মৎস্য সম্পদের উন্নয়ন বিষয়ে গবেষণা পরিচালনা করা হয়। বিগত তিন বছরে কেন্দ্রসহ কেন্দ্র অধিনস্থ যশোর, সৈয়দপুর ও সান্তাহারস্থ উপকেন্দের মাধ্যমে চতুর্থ প্রজম্নের রুই মাছ, বিলুপ্তপ্রায় মাছের (জাতপুঁটি, তিতপুঁটি, শোল, দারকিনা, বাইম, নারিকেলী চেলা, জারুয়অ ও কাকিলা) কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদন ও চাষ কৌশল উদ্ভাবন, স্বাদুপানির ঝিনুকে তিন ধরণের মুক্তা উৎপাদন কৌশল, স্বল্প মূল্যে স্পিরুলিনা চাষ ব্যবস্থাপনা ও কৈ মাছের ভ্যাকসিন উদ্ভাবনে সাফল্য এসেছে। উদ্ভাবিত প্রযুক্তিসমূহ দেশের বিভিন্ন অঞ্চলে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে চাষী পর্যায়ে সম্প্রসারনের ফলে স্বাদুপানির মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং চাষীরাও লাভবান হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস