Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
স্বাদুপানি কেন্দ্র, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ।

অফিস প্রধান


ড. মোঃ হারুনর রশিদ
 মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
স্বাদুপানি কেন্দ্র, ময়মনসিংহ


ড. মোঃ হারুনর রশিদ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বিগত ১২ জুলাই ১৯৯৮ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ইনস্টিটিউটের যশোরস্থ স্বাদুপানি উপকেন্দ্র,  বাগেরহাটস্থ চিংড়ি গবেষণা কেন্দ্র, সদর দপ্তরের পরিকল্পনা শাখা এবং চাঁদপুরস্থ নদীকেন্দ্রসহ ইনস্টিটিউটের বিভিন্ন কেন্দ্র/উপকেন্দ্রে দক্ষতার সহিত দায়িত্ব পালন করেন। চাকুরী জীবনের শুরুতে তিনি ফার্মিং সিস্টেম রিসার্চ, এডাপটিভ রিসার্চসহ মাঠ গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বর্তমানে তিনি স্বাদুপানি কেন্দ্র, ময়মনসিংহে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে মৎস্য বিজ্ঞানে স্নাতক ও স্নাতকত্তোর এবং ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (ইউপিএম) হতে “Characterization of spawning and nursery grounds of hilsa, Tenualosa ilisha (Hamilton 1822) based on its larval and juvenile distribution and feeding habits” বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি ইনস্টিটিউটের মুক্তা চাষ প্রযুক্তি উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসাবে সদর দপ্তরে প্রায়  তিন বছর দক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেন। ইনস্টিটিউটে চাকুরিকালীন দেশী বিদেশী বিভিন্ন জার্নালে তার ৪০ (চল্লিশ) টির অধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ২০২১ সালে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের স্নাতক পর্যায়ের কোর্স কারিকুলাম ও সিলেবাস তৈরীতে সম্পৃক্ত হয়ে অসামান্য অবদান রাখেন। বর্তমানে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের গভর্নিং বোর্ডের সদস্য। এছাড়া তিনি কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ এবং জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ এর আজীবন সদস্য। কর্মজীবনে তিনি চীন, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণ করেন এবং বুনিয়াদী প্রশিক্ষণসহ দেশ বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্টান হতে স্বল্প ও দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণ গ্রহণ করেন। ড. মোঃ হারুনর রশিদ জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রয়াত বাবা বীর মুক্তিযোদ্ধা জনাব নাছির উদ্দিন আহমেদ পশ্চিম জামালপুরের একজন বিশিষ্ট সমাজ সেবক ছিলেন। তার সহধর্মিনী জনাবা শাহানাজ পারভীন একজন গৃহিনী এবং ব্যক্তি জীবনে তিনি ৩ (তিন) পুত্র সন্তানের জনক।